Logo




এক লাখ ২০ হাজার হজযাত্রীকে ফিরিয়ে দিল সৌদি

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

অনুমতিপত্র না থাকার কারণে এক লাখ ২০ হাজার হজযাত্রীকে ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। এসব হজযাত্রীরা বিভিন্ন যানবাহনে চড়ে মক্কার দিকে যাচ্ছিল।

হজ নিরাপত্তা বাহিনী বলছে, তারা অবৈধ হজযাত্রীদের বহন করা ৬১ হাজার ৬০০ যানবাহন জব্দ করেছে। অবৈধদের প্রবেশ ঠেকাতে তারা অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য ট্রাফিক চেকপয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সৌদি আরবের স্থানীয়দের এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করছে রিয়াদ।

হাজিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিভিল ডিফেন্স বাহিনী নিয়োগ করা হয়েছে।

মক্কা অঞ্চলের সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টর, মেজর জেনারেল সলিম বিন মারজোক আল-মাতরাফি বলেন, হাজিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল এলাকায় ফিল্ড ইউনিটস নিয়োজিত রয়েছে।

মোবাইল এবং ফিক্সড সিভিল ডিফেন্স টিম যেকোনও ধরনের প্রতিকূলতা মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। তাছাড়া দমকল বাহিনী, উদ্ধারকর্মী এবং জরুরি সার্ভিস বাহিনীও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান সলিম।

পূর্ব ও পশ্চিম মক্কা এবং গ্র্যান্ড মসজিদ এলাকায় হজ সহযোগিতা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।- আরব নিউজ।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com