Logo




চীনে ফের চালু হচ্ছে দ্রুতগতির ট্রেন

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

প্চীনে আবারও চালু হচ্ছে দ্রুতগতির বুলেট ট্রেন। ফুশিং নামের ওই ট্রেনগুলো ছিলো ঘন্টায় ৩০০ কিলোমিটার গতি সম্পন্ন। এবার তা বাড়িয়ে ঘন্টায় ৩৫০ কিলোমিটার গতির ট্রেন চালু করছে।

এর আগে ৩০০ কিলোমিটার গতির দুটি ট্রেন দুর্ঘটনায় ৪০ জন যাত্রী নিহত হওয়ার পর তা বন্ধ করে দেয়া হয়েছিলো। কিন্তু দ্রুতগতির বুলেট ট্রেনগুলো আবার ট্র্যাকে ফিরিয়ে আগামী সপ্তাহ থেকে এসব ট্রেনের কয়েকটিকে আবার চালু করা হবে। যা আগের ট্রেনের তুলনায় চলবে আরও ৫০ কিলোমিটার বেশি গতিতে।

ফলে বেইজিং থেকে সাংহাইয়ের যাত্রার সময় এক ঘণ্টা কমে যাবে। সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে সাতটি বুলেট ট্রেনকে সর্বোচ্চ গতিবেগে চলাচলের অনুমতি দেয়া হবে। এই ট্রেনগুলোতে উন্নত মনিটরিং প্রযুক্তি বসানো হয়েছে।

জরুরি সংকেত বেজে ওঠার সাথে সাথে ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে গতি কমাবে, নয়তো একেবারে থেমে যাবে। রেল কোম্পানিগুলো রেলপথেরে উন্নয়নের জন্য কাজ করছে যাতে এসব ট্রেন ঘণ্টায় ৪০০ কি.মি. বেগে চলতে পারে।

চীনের মোট রেলপথ ১৯,৯৬০ কি.মি. লম্বা বলে অনুমান করা হয়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com