Logo




জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

দীর্ঘ বিরতির পর আবারও ব্যস্ত সূচিতে নেমে পড়ছে টাইগার বাহিনী। আগামী রবিবার (২৭ আগস্ট) সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে নামবে সাকিব-তামিমরা। মুশফিক বাহিনীর এই ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘ বিরতির অবসান ঘটবে। ব্যস্ত এই সূচির মধ্যে আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু সফরের সময় পিছিয়ে ফেব্রুয়ারির পরিবর্তে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও উইন্ডিজ ক্রিকেট বোর্ড সফর পেছাতে সম্মত হয়েছে।

র‌্যাংকিংয়ে ক্যারিবিয়দের অবস্থান এখন নয়ে। তাই ২০১৯ সালের বিশ্বকাপের টিকিট পেতে হলে বিশ্বকাপ বাছাই পেরিয়ে আসতে হবে তাদের। মার্চে যেহেতু বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে, তাই এর আগে কোনো সিরিজ খেলতে চাচ্ছে না ক্যারিবিয়রা।

তাছাড়া বাংলাদেশ দলেরও রয়েছে ব্যস্ত সূচি। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর পুর্নাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে টাইগার বাহিনী। এই সিরিজ শেষ হবে ২৯ অক্টোবর। এরপর নভেম্বরে বসবে বিপিএলের পঞ্চম আসর। ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে রয়েছে হোম সিরিজ। তাই উভয় ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে সিরিজটি জুলাইয়ে আয়োজন করতে সম্মত হয়েছে।

বিশ্বকাপ বাছাই ছাড়াও আগামী বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তাই সিরিজটি পিছিয়ে জুলাইয়ে খেলতে চাচ্ছে তারা।

এদিকে ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলার পরই ফেব্রুয়ারিতে আবার ক্যারিবিয় সফরে যেতে চাচ্ছে না বাংলাদেশ দলও। তাছাড়া মার্চের ১৫-৩১ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কায় বসবে নিদাহাস ট্রফির আসর। সেখানে খেলবে বাংলাদেশ।- ক্রিকইনফো।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com