দেশে পাসপোর্ট সেবায় ৮০ শতাংশ গ্রাহক দালালের সহযোগিতা নেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির ‘পাসপোর্ট সেবায় সুশাসন: চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সোমবার (২১ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টার টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ‘গবেষণায় জরিপের অাওতায় প্রায় সকল পাসপোর্ট অফিসে দালালের উপস্থিতি রয়েছে। জরিপকৃত সেবাগ্রহীতাদের ৮০ শতাংশ দালালের সহযোগিতা নিয়েছেন এবং ৪১.৭ শতাংশ দালাল ও অন্যের সহযোগিতা নিয়েছেন।’
সংবাদ সম্মেলেন প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন টিঅাইবির প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি) মো. শাহনূর রহমান। এসময় উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।