৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীতে চলাচলকারী যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে যানবাহন ও বাজার থেকে হর্নের যাবতীয় মালামাল জব্দের নির্দেশও দেয়া হয়েছে।
এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি শেষে বুধবার (২৩ আগস্ট) বিচারপতি রিজা-উল হক ও বিচাপতি মোহাম্মদ উল্লাহ’র নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।