Logo




হজ ক্যাম্পে শত শত প্রতারিত যাত্রী

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

এজেন্সির প্রতারণার শিকার হয়ে রাজধানীর আশকোনায় আটকা পড়ে আছেন তিনশ’র বেশি হজযাত্রী। খোঁজ মিলছে না ওইসব এজেন্সির কোন কর্মকর্তার। এদিকে, অব্যবস্থাপনার দায় নিতে অস্বীকার করেছেন হজ পরিচালনা ও সমন্বয় কমিটির সভাপতি বি এইচ হারুন এমপি।
আবুল হোসেনসহ টাঙ্গাইলের গোপালপুরের ৪২ জন দুই বছর আগে মদিনা এয়ার ইন্টারন্যাশনালকে তিন লাখ টাকা করে দেন। গতবছর তাদের কেউ হজে যেতে পারেননি। ২১শে আগস্ট ফ্লাইটের কথা বলে তাদের এই ক্যাম্পে আনা হয়।
তাদের মতো তিনশ’র বেশি যাত্রী প্রতারণার শিকার হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন আশকোনার এই ক্যাম্পে। কেউ ভিসা-টিকিট কিছুই পাননি। কেউ ভিসা পেলেও পাননি টিকিট। হজক্যাম্পে জায়গা না পেয়ে অনেকে উঠেছেন হোটেলে।
শুক্রবার ক্যাম্পে আসেন হজ পরিচালনা ও সমন্বয় কমিটির সভাপতি। সব দায় চাপালেন এজেন্সিগুলোর ওপর।
অন্যদিকে হাবের দাবি, অব্যবস্থাপনার সব দায় সরকারের।
বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শেষ হচ্ছে ২৬ আগস্ট। আর সাউদিয়া এয়ারলাইনসের ২৭ আগস্ট। আটকেপড়া যাত্রীদের পাঠাতে সৌদি আরবের কাছে অতিরিক্ত ১২টি স্লট চেয়েছে বিমান। এই স্লট পাওয়া গেলে, সবাই যেতে পারবেন বলে জানিয়েছে হজ অফিস।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com