Logo




সাকিব, তামিমের জন্য খেলবে বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭

সাকিব আল হাসান ও তামিম ইকবালের ৫০তম টেস্ট স্মরণীয় করে রাখতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা দুই ক্রিকেটারের মাইলফলক টেস্ট জয় দিয়ে রাঙিয়ে রাখতে চান অধিনায়ক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার শুরু হতে যাওয়া প্রথম টেস্ট দিয়ে ৫০ টেস্টের মাইলফলক স্পর্শ করবেন সাকিব, তামিম। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, ঢাকা টেস্ট দুই সতীর্থকে উৎসর্গ করতে চান তারা।

“বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা দুজন খেলোয়াড়ের পঞ্চাশতম টেস্ট… আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, এই টেস্ট তাদের দুই জনের জন্য খেলার চেষ্টা করবো। তারা বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, আশা করি, আরও অনেক কিছু দেবে। চাই ওরাও নিজেদের মাইলফলক টেস্টে ভালো পারফরম্যান্স করুক, আমরা যেন ভালো ফল দিয়ে উপলক্ষটা উদযাপন করতে পারি।”

স্টিভেন স্মিথ মনে করেন, মাইলফলক টেস্ট রাঙিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন সাকিব-তামিম। বাংলাদেশের দুই ভরসাকে যতটা সম্ভব অকার্যকর রাখার পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত অস্ট্রেলিয়া অধিনায়ক।
“ওরা খুব ভালো খেলোয়াড় আর অভিজ্ঞ। নিজেদের দিনে দুই জনই বিপজ্জনক। ওরা অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে টেস্ট খেলেনি, ওদের জন্য এটা রোমাঞ্চকর চ্যালেঞ্জ হতে যাচ্ছে।”

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com