মাসুম হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া শাজাহানপুরে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। দিন দিন বেড়েই চলেছে চুরি। চুরি রোধে থানা পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় নিরাপত্ত্বাহীনতায় ভূগছে উপজেলাবাসী।
জানাযায়. গত শুক্রবার উপজেলা থেকে ৩টি মোটর সাইকেল চুরি হয়েছে। এর মধ্যে উপজেলার কৈগাড়ীতে এক বাড়ি থেকে ২টি ও বড়পাথার থেকে ১টি মোটর সাইকেল চুরি হয়েছে। বড়পাথার বিদ্যালয় মাঠে বিকালে ফুটবল খেলা চলাকালে কামারপাড়ার আবু সাইদের বাজাজ প্লাটিনা ১২৫ সিসি(বগুড়া হ ১২-৮৪৮৭) মোটর সাইকেল চুরি হয়েছে। ওই দিন দিবাগত রাত ২টার দিকে কৈগাড়ী এলাকায় ঘরের তালা ভেঙ্গে বাড়ির মালিক শামছুর রহমানের বাজাজ ডিসকোভার ১২৫সিসি(বগুড়া হ ১২-৯৯৮৪) ও ভাড়াটিয়া খলিলুর রহমানের টিভিএস ১০০সিসি(ঢাকা মেট্রো হ ৫১-২৯৭৯) মোটর সাইকেল চুরি হয়। এঘটনায় বাড়ির মালিক শামছুল হক বাদী হয়ে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছে। এর কয়েক মাস পূর্বে কৈগাড়ির পাশর্^বর্তী এলাকা ফুলতলা থেকে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে সাংবাদিক কমলের এফ.জেড ১৫০সিসি মোটর সাইকেল চুরি হয়। শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পাশের এলাকা গুলো থেকেও চুরি রোধ করতে পারছে না পুলিশ। এতে হতাশায় ও নিরাপত্ত্বা হীনতায় ভূগছে কৈগাড়ী পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দারা। ওই দিন দিবাগত রাতে উপজেলার পারতেখুর থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমার চুরির ঘটনায় শনিবার আফজাল হোসেন খোকা শাজাহানপুর থানায় সাধারণ ডায়রি করেছে। ওই রাতেই উপজেলার বীরগ্রামে ফরিদুল ইসলাম মন্ডলের বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়েছে। এর মধ্যে ২টি ষাড়, ১টি গাভি ও একটি বাছুর রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপজেলাবাসী জানান, দিন দিন উপজেলার আইন শৃঙ্খলা অবনতি ঘটছে। পুলিশ নিরাপত্ত্বা দিতে পারছেনা।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক(সার্বিক)জিয়া লতিফুল ইসলাম জানান, চুরি রোধে পুলিশ টহল জোরদার করা হয়েছে। চুরি হওয়া মোটর সাইকেল গুলো উদ্ধার করার চেষ্টা চলছে। আশা করা যায় উদ্ধার হবে।