মাসুম হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া শাজাহানপুরে সদ্য পি.এস.সি পরিক্ষা দেওয়া ছাত্রীকে(১২) যৌন হয়রানি করেছে এক হাজ্বী। উপজেলার চকজোড়া নামাপাড়ায় গত সোমবার ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য মেকাউল ইসলাম মেকার মধ্যস্থতায় বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে।
ছাত্রীর রিক্সাচালক পিতা জানান, সোমবার বিকেলে বাঁশঝাড়ের মধ্যে তার মেয়ের সঙ্গে জয়নাল হাজ্বীর(৭৫) বাক-বিতন্ডা হয়। পরবর্তিতে বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিরা মিমাংসা করে দেয়।
ছাত্রীর মা জানান, গ্রামের লোকজন বিষয়টি আপোষ করে দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, জয়নাল হাজি¦ ওই ছাত্রীকে বাঁশঝাড়ের মধ্যে ধর্ষণের চেষ্টা করেছিল। ইউপি সদস্য মেকাউল ইসলাম মেকা মধ্যস্থতা করে বিষয়টি আপোষ করে দিয়েছেন।
জয়নাল হাজ্বী বাড়িতে না থাকায় তার পুত্রবধু সঙ্গে কথা বললে তিনি তার নাম না বলে জানান, এই ঘটনার চেয়ে আরও অনেক বড় বড় ঘটনা মানুষ ঘটাচ্ছে। এটা তেমন কোন ঘটনা না। মেকা মেম্বার এই ঘটনা আপোষ করে দিয়েছেন।
আশেকপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেকাউল ইসলাম মেকা জানান, ঘটনাটি তিনি শুনেছেন তবে ঘটনার মিমাংসা তিনি করেননি।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক(সার্বিক)জিয়া লতিফুল ইসলাম জানান, থানায় এখনো কেও অভিযোগ দেয়নি। তবে তদন্ত করে বিষয়টি দেখা হবে।