মাসুম হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ গতকাল দিবাগত রাত ২টায় বগুড়া শাজাহানপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, রাতে ছিনতাইকারী রাকিব(২৫) ও হালিম(২৪)কে সঙ্গে নিয়ে তাদের স্বীকারক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে গেলে শাকপালা পার্কে থাকা তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এসময় পুলিশ আত্বরক্ষায় পাল্টা গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধে তারা গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলির খোসা ও ছুরি উদ্ধার করা হয়েছে।