মাসুম হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ আজ বিকেলে বগুড়া শাজাহানপুরে বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশন শাজাহানপুর নব গঠিত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরবর্তিতে তাঁরা উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাঁর কাছে নব কমিটির তালিকা জমা দেয়। এসময় উপস্থিত ছিলেন নব কমিটির সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি দুলাল হোসেন, আনিসা খাতুন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা কমিটির অন্যান্যদের মধ্যে ছিলেন, সিরাজুল ইসলাম, মুকুল হোসেন, রবিউল ইসলাম, জহুরুল হোসেন, আকতারুজ্জামান মানিক, জিয়া উদ্দিন সরকার, সাইদুর রহমান, রফিকুল ইসলাম, রশিদুল ইসলাম প্রমূখ।