মাসুম হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ আজ শনিবার সন্ধ্যায় বগুড়া শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী উজ্জল হোসেন(৩০) নিহত হয়েছেন। নিহত উজ্জল হোসেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয় ছিলেন। তিনি উপজেলার চোপিনগর ইউনিয়নের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম চেরুর পুত্র।
জানা যায়, উপজেলার ফটকি ব্রিজ এলাকায় বগুড়া গামি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী উজ্জল হোসেন নিহত হয়েছেন। উজ্জল হোসেন তার কর্মস্থল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন।
শাজাহানপুর থানার পুলিশ উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, কাভার্ড ভ্যান থানায় আটক রয়েছে।
অপরদিকে এঘটনায় শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছে উপজেলা বিএনপি। বিবৃতিদাতারা হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার, যুগ্ন আহ্বায়ক, খন্দকার ইউনুস আলী, বিদ্যুৎ, তমেজ হাজী, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা যুবদল সভাপতি এনামুল হক শাহীন, চোপিনগর ইউনিয়ন বিএনপি নেতা এমরান হোসেন, খোট্টাপাড়া ইউনিয়নের বিএনপি নেতা শফিক হোসেন প্রমূখ।