মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ গত শনিবার বগুড়া শাজাহানপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মানিকদিপা পদ্মপাড়া কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আতিকুর রহমান, উপজেলা ছাত্রদল সভাপতি বেলাল হোসেন বাবু, আড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মহসিন আলী, বিএনপি নেতা এটিএম শহীদুল ইসলাম, শহিদুল ইসলাম, তাজুল ইসলাম, মোজাম্মেল হক, আব্দুল মমিন, হেলাল উদ্দিন, মোকছেদ আলম, জিলহজ্ব, যুবদল নেতা আজিজুল হক, কৃষি উন্নয়ন সমিতির উপদেষ্টা ইউপি সদস্য আমীর হামজা, আতাহার আলী, ইয়াছিন আলী বুলু, মোজাম্মেল হক, আরিফুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মজনু, সহ সাধারন সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ ফজলুর রহমান, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।