মাসুম হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ একজন পুলিশ অফিসার যিনি পেশাগত দাঁয়িত্ব পালনের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে তাঁর সাংস্কৃতিকমনা ব্যক্তিত্ব তাঁকে নিয়ে গেছে উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে। তিনি পেশাগত দাঁয়িত্ব পালনের পাশাপাশি খুঁজে বেড়ান বাস্তুহীন ও অসহায় মানুষদের কষ্ট। তাঁর সাধ্যমত তিনি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। পুলিশ জনগণের বন্ধু তিনি তাঁর কার্য়ক্রমের মধ্য দিয়ে সবাইকে কথাটি স্মরণ করে দেন। তাঁর গানের কন্ঠ দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন হাজারো মানুষের হৃদয়ে। তিনি বগুড়া শাজাহানপুর থানার পুলিশ উপ-পরিদর্শক এসএম আব্দুল গফুর।
পুলিশ অফিসার এসএম আব্দুল গফুরের সঙ্গে কথা বলা হলে তিনি প্রেস রিপোর্ট ২৪ কে জানান, তিনি শুধু তাঁর দাঁয়িত্ব পালন করছেন। মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক।