শাজাহানপুরে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ
মাসুম হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ আজ বুধবার বগুড়া শাজাহানপুরে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। উপজেলার গন্ডগ্রাম দক্ষিণ পাড়ার মৃত-আবুল হোসেনের পুত্র সামছুল আলম শাজাহানপুর থানায় অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, বুধবার সকাল ১১টায় উপজেলার গন্ডগ্রাম দক্ষিণ পাড়ায় বিবাদী হেলাল মিয়া(২৪) তারাজুল ইসলাম(৬০), রন্জু মিয়া(৫০), পান্না মিয়া(৫০) সহ অজ্ঞাত ৮/১০জন দেশীয় অস্ত্র নিয়ে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টা চালায়। এসময় তারা জমির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে এবং জমিতে থাকা বিভিন্ন জাতের ৩০টি গাছ কেটে ফেলে। খবর পেয়ে অভিযোগকারী সামছুল আলম ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। এরই এক পর্যায়ে বিবাদীগণ অভিযোগকারীর চাচাতো ভাই রমজান আলীকে পিটিয়ে জখম করে। অভিযোগকারী সামছুল আলমের সঙ্গে বিবাদীগণের এঘটনার বেশ কিছুদিন পূর্ব থেকেই এই জমি ক্রয় সংক্রান্ত বিরোধ চলছিল। এবিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার এসআই কালা চাঁন ঘোষ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি স্বাভাবিক করে বিবাদী পক্ষের ২জনকে নিরাপত্বা দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে আনা হয়েছিল।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক(সার্বিক)জিয়া লতিফুল ইসলাম জানান, অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।