মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ আজ বিকেল ৩টায় বগুড়া শাজাহানপুরে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ৪জন ও আহত হয়েছেন ২১জন। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, বিকেল ৩টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল জামালপুরে যাত্রীবাহি গোসাইবাড়িগামী লোকাল বাসের(বগুড়া-ব ৪৬৬৬) বগুড়াগামী বিপরীতমূখী কার্গো সার্ভিস( ঢাকা মেট্রো-ট১৫-১৪৯৫) সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই কার্গোসার্ভিস চালক নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি। আহত বাসযাত্রীদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো ৩জন মারা যায়। নিহত বাস যাত্রীরা হলেন, সিরাজগন্জ জেলার রায়গন্জ উপজেলার ধানগড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র সাজু মিয়া(৩৪), বগুড়া শেরপুর উপজেলার উলিপুর গ্রামের মাসুদের কন্যা মিথিলা(২২), শেরপুর উপজেলার আলতাফ হোসেনের কন্যা মাহি(২৩)। এ সময় পুলিশের সঙ্গে বগুড়ার দমকল কর্মীরাও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
শাজাহানপুর থানার এসআই রুম্মান হাসান জানান, আহতদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।