মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ আজ বগুড়া শাজাহানপুরে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন করেন উপজেলা বিএনপি,র আহ্বায়ক আবুল বাশার। বেলা ১১টায় উপজেলা দলীয় কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তিনি কেক কর্তনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্ত্যবে ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, আমিনুর রহমান, ইবরাহীম হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক পান্না, জেলা ছাত্রদলের সদস্য গোলাম সারওয়ার লিটন, সরকারী শাহ্ সুলতান কলেজ ছাত্রদল সভাপতি আবু হাসান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, ছাত্রদল নেতা সবুজ, মানিক, মোস্তাফিজার রহমান মস্ত, পলাশ, মারুফ হোসেন প্রমূখ।