স্টাফ রিপোর্টারঃ বগুড়া শাজাহানপুরে পোল্ট্রিফার্মের মুরগী শেয়াল, বেজির কবল থেকে রক্ষা করতে বৈদ্যুতিক ফাঁদে এক শিশু আহত হয়েছে। গত ৭ফেব্রুয়ারী বুধবার বিকেল ৩টায় উপজেলার তালপুকুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এবিষয়ে আহত শিশু সিফাতের(০২)মা শাহানাজ বেগম বাদী হয়ে শাজহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। বাদী এবং অভিযুক্তরা সকলেই তালপুকুর গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়েছে, শিশু সিফাত খেলাধুলা করার সময় মুরগীর ফার্মের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎপৃস্ট হয়ে আহত হয়। এঘটনায় মুরগী ফার্মের মালিকসহ তার পরিবারের ৩জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন, মোঃ ইউনুস আলী(৫৫), লাভলি বেগম(২৭), জাবেদা বেগম(৪৫)।
অভিযুক্ত ইউনুস আলী জানান, ফার্মের বৈদ্যুতিক তার লিক হওয়ায় এঘটনা ঘটেছে।
শাজাহানপুর থানার এএসআই সন্জয় কুমার জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।