Logo




জয়পুরহাটে বিএনপির মিছিলে লাঠিচার্জে আহত ৪

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

জয়পুরহাটে বিএনপির মিছিলে লাঠিচার্জে আহত ৪

ডেস্ক নিউজ: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীত মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের প্রতিবাদে বের করা বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রায়ের প্রতিবাদে মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বাধা দিলে পুলিশের সাথে নেতা-কর্মীদের ধস্তা-ধস্তি হয়। এক পর্যায়ে পুলিশের ধাওয়া দিলে পিছু হটেন বিএনপির মিছিল। এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মী আহত হন।

জয়পুরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা জানান, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে তাদের ৪ কর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সকাল থেকেই বিপুল পরিমাণ বিএনপি নেতাকর্মী জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন।

পুলিশ সুপার রশিদুল হাসান জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বুধবার রাত থেকেই শহরে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। সব ধরনের অপ্রতিকর পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক নজরদারি ছিল। ফলে কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

খবর: ঢাকাটাইমস

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com