ডেস্ক নিউজ: আগামীকাল সকাল ৬টা থেকে উত্তরবঙ্গের ১১টি জেলার সাথে ঢাকাগামী সকল কোচ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার রাত ৯টায় শহরের চারমাথায় রাজশাহী বিভাগীয় মোটর শ্রমিক আঞ্চলিক কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সভাপতিত্বে মোটর মালিক গ্রুপের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক মঞ্জুরুল আলম মোহন এ ঘোষণা দিয়ে বলেন, যেহেতু তারা মীমাংসায় আসছে না তাই ১১ জেলা থেকে মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এ সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছে।
উত্তরাঞ্চলের ১১টি জেলা হলো- দিনাজপুর, ঠাকুরগাঁও , পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট।