মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ বগুড়া শাজাহানপুরে কীটনাশক বিষ পান করে মৌ সুলতানা নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জামুন্না হাটপাড়া গ্রামে তার স্বামী মুনীর হোসেনের বাড়িতে এঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই গ্রামের সোহেল মাহমুদের কন্যা। ঘটনার দিন গৃহবধুর পিতা ওই বাড়িতেই ছিলেন।
নিহত গৃহবধুর পিতা সোহেল মাহমুদ জানান, রাতে তাকে খাবার দিয়ে অন্য ঘরে গিয়ে তার মেয়ে বিষ পান করে। বিষ পানের আগে পারিবারিক বিষয় নিয়ে তার সঙ্গে বাক-বিতন্ডা হয়েছিল।
শাজাহানপুর থানার এসআই শাহজাহান আলী জানান, কীটনাশক বিষ পান করে মৌ সুলতানা আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। লাশ ময়না-তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।