মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বগুড়া শাজাহানপুর উপজেলার চিহ্নিত মোটর সাইকেল চোর বাদশা হাসানকে(৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার সাজাপুর এলাকার দর্জিপাড়ার মৃত মোজাহার হোসেনের ছেলে।
শাজাহানপুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান , গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার দুবলাগাড়ি এলাকা থেকে বাদশা হাসানকে গ্রেফতার করা হয়েছে। বাদশা হাসানের বিরুদ্ধে থানায় মোটর সাইকেল চুরির আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট জারি হয়েছে।