ডেস্ক নিউজ: এখন শিশু জন্ম নিলে হিট দিতে হয়। এটা বিল বাড়াবার হিট মিশিন। ভুল চিকিৎসা আর অদক্ষ নার্স আর ডাকক্তারদের খামখেয়ালীপনায় শরীরের অর্ধাংশ পুড়ে গিয়েছে ২ দিনের নবজাতক শিশু “রিফাত” এর।
শরীরের হিট দেওয়ার মেশিন নষ্ট হয়েচে সেই কবে,তবুও শিশুর শরীরে হিট দেওয়ার কাজ চলছে পুরোদমে,আর সেই বিভৎসের শিকার শিশু “রিফাত”।
কুলাউরা উপজেলার ছকাপন নামক গ্রামের জুয়েল আহমদের পুত্র রিফাত।
তার জন্ম নর্থইস্ট মেডিকেল ২৭/২/১৭ইং।
২৮তারিখে দেওয়া হয় ভুল ট্রিটমেন্ট হিট দেয়ার অর্ডার। আর সেই আদেশ পালন করতেই ইইন্টার্নি ডাক্তার আর নার্স মিলে দেয়া হয় শরীরে হিট, কতটুকু দেওয়া প্রয়োজন তা ও তারা জানে না, শিশু রিফাত মেডিকেলের ৫২১ নং কেবিনে জীবনের সাথে যুদ্ধ করছে।