ভালুকায় বিস্ফোরণে নিহত কুয়েট শিক্ষাথীর্র বাড়ি শাজাহানপুরে
স্টাফ রিপোর্টারঃ গত শনিবার গভীর রাতে ময়মনসিংহের ভালুকার মাষ্টারবাড়ি এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তোহিদুল ইসলাম নিপু(২২) বগুড়া শাজাহানপুর উপজেলার সাজাপুর সোনারপাড়ার নুরুল ইসলামের ছেলে।
জানাগেছে, নিহত নিপু খুলনা প্রকৌশল বিশ^বিদ্যালয়ের(কুয়েট) শিক্ষার্থী এবং ভালুকায় স্কয়ার ফ্যাশন নামে একটি টেক্সটাইল মিলে ইন্টার্নি করছিলো।
নিহতের মা কহিনূর আক্তার রোকেয়া জানান, গত ২ মাস আগে তার ছেলে নিপু বাড়িতে এসে চাল, গ্যাসের চুলা কিনে দিয়ে গেছে। তার স্বামী নুরুল ইসলাম একটি বেসরকারী এনজিওতে চাকরি করতো। বর্তমানে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়ে বাড়িতেই থাকে তার স্বামী।
ব্যবস্থা নেয়না প্রশাসন