মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ শনিবার বিকেল ৫টায় বগুড়া শাজাহানপুর উপজেলায় “শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮’র উদ্বোধন করা হয়েছে। উপজেলার ডেমাজানি জনকল্যাণ সমিতির আয়োজনে শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টে’র উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম। ওই সমিতির সভাপতি বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলুর সভাপত্বিতে উদ্বোধনের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সনাতন চক্রবর্তি,বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই রুম্মান হাসান। উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট জেলার রেনেসা ক্লাব বনাম রংপুর জেলার জয় স্পোটিং ক্লাব অংশগ্রহন করে। প্রতিযোগিতায় অংশগ্রহন করা অন্য দলগুলো ঢাকা, বগুড়া, টাঙ্গাইল, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা।