Logo




বকেয়া ট্যাক্স না দেয়ায় ইট নিয়ে রওনাঃ ট্রাক উল্টে সিপাহী নিহত

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

বকেয়া ট্যাক্স না দেয়ায় ইট নিয়ে রওনাঃ ট্রাক উল্টে সিপাহী নিহত

মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ ২৬শে মার্চ সোমবার দুপুর ১টার দিকে বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ি বাইপাস মোড়ে ইট বোঝাই একটি ট্রাক উল্টে বগুড়া কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের সিপাহী আমিনুল ইসলাম বুলবুল (৪০) নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় বুলবুলের অপর সহকর্মি সিপাহী ইয়াদুল ইসলাম (৩২) আহত হয়েছেন। নিহত সিপাহী সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মকবুল মাষ্টারের ছেলে। আহত সিপাহী ইয়াদুল ইসলাম নাটোর জেলার সিংড়া উপজেলার নাজির উদ্দিনের ছেলে।
শাজাহানপুর থানার এসআই রুম্মান হাসান জানান, বগুড়ার গাবতলী উপজেলার পেরীরহাট এলকায় অবস্থিত মেসার্স এম.বি.এফ নামের একটি ইটভাটায় বকেয়া ট্যাক্স আদায় করতে যান সিপাহী বুলবুল ও রিয়াজুল। ট্যাক্স না দেয়ায় তারা ইট বোঝাই একটি ট্রাক (বগুড়া ড ১১-০২৮৮) আটক করে বগুড়া কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট অফিসে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস এলাকায় ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সিপাহী বুলবুল মারা যান। অপরদিকে স্থানীয়রা আহত অবস্থায় সিপাহী ইয়াদুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনা কবলিত ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com