Logo




স্বজনহারা বেদনার মাধ্যমেই আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ-ইউএনও মোঃ কামরুজ্জামান

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ ২৬মার্চ সোমবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেল ৪টায় বগুড়া শাজাহানপুর উপজেলার বাবুরপুকুর ১৪শহীদের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদ স্বজনদের নিয়ে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। আমাদের অন্তরে সবসময় তাদের জন্য শ্রদ্ধা থাকবে।” বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান শহীদ স্বজনদের উদ্দেশ্যে বলেন, “স্বজনহারা বেদনার মাধ্যমে আমরা পেয়েছি লাল-সবুজের বাংলাদেশ। আপনারা গর্ব করে বলতে পারবেন ঐতিহাসিক বাবুরপুকুর ১৪ শহীদের বধ্যভূমি স্মৃতিসৌধে আপনাদের আপনজন চিরনিদ্রায় শায়িত রয়েছেন।” সমাপনি বক্তব্যে ইউপি চেয়ারম্যান ভিপি শাহীন বলেন, “সরকার ব্যক্তিগত মালিকানা জায়গায় উন্নয়নমূলক কাজ করতে পারেনা। ২০০৯ সালে এ্যাডঃ আলতাফ আলী, এ্যাডঃ রাশেদুল ইসলাম মরিস ও আলাউদ্দিন টুকু বাবুরপুকুর ১৪ শহীদের বধ্যভূমিতে জমি দান করায় সরকার এই স্মৃতিসৌধের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এই স্মৃতিসৌধে আরও উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা নিয়েছে সরকার।” এসময় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা রাজিবুল ইসলাম মাষ্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর আক্তার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান প্রমূখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শহীদ পরিবারের সদস্যদের সৌজন্যমূলক উপহার সামগ্রী প্রদান করা হয়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com