মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে সুরাইয়া আক্তার (২২) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বনানী বেতগাড়ীতে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
সুরাইয়া বেতগাড়ি এলাকার ডা. ইয়াছিন আলীর কন্যা এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ইংরেজি (অনার্স) শ্রেণির ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল।
বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে সুরাইয়া নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ৩ মাস আগে বগুড়া সদর উপজেলার হটিলাপুর এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র গোলাম মোস্তফার সাথে তার বিয়ে হয়েছিল। শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানিয়েছেন, আত্মহত্যার বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।