মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ আকষ্মিক শিলা-বৃষ্টিতে বগুড়ার শাজাহানপুরে প্রায় ৩শ’ হেক্টর ফসল আক্রান্ত হয়েছে। এতে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। আক্রান্ত ফসলের মধ্যে রয়েছে বোরো ধান, সবজি মাচা, ভূট্টা। এছাড়াও বসত বাড়িতে থাকা আম, জাম, লিচু, কলা বাগানেরও ক্ষতি হয়েছে বলে জানাগেছে।
শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা আ.জ.ম আহসান সহিদ সরকার জানিয়েছেন, শনিবার সকাল ৭টার দিকে হঠাৎ শিলা-বৃষ্টি শুরু হয়। ৮-১০ মিনিটের প্রচন্ড শিলা-বৃষ্টিতে প্রায় ৩শ’ হেক্টর জমির মাঠ ফসল আক্রান্ত হয়েছে। এতে ফলন ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানতে আরও ২-৩দিন অপেক্ষা করতে হবে।