মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ বগুড়া শাজাহানপুর উপজেলায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মোমিনুল ইসলাম শহীদ(৩৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কৈগাড়ি এলাকায় তার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়েছে। সে বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার ইউনুস আলী আকন্দের ছেলে।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর(তদন্ত)আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর কবীর, এএসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কৈগাড়ি পূর্বপাড়ার মোমিনুল ইসলাম শহীদের ভাড়া বাসা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। আজ রোববার মাদক মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।