অনেক সময়ই কম বয়সী মহিলাদের ক্ষেত্রে রক্তচাপকে চিকিৎসকরা অতটা গুরুত্ব দিয়ে দেখেন না। কিন্তু এতে গর্ভধারণের ক্ষেত্রে খারাপ প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, আগে গর্ভধারণের আগের সময়ে মহিলাদের লাইফস্টাইল বা শারীরিক অবস্থাকে তেমন গুরুত্ব দেওয়া হত না। কিন্তু এখন দেখা যাচ্ছে, গর্ভধারণের আগে একজন মহিলা কেমন জীবনযাপন করছেন, তার প্রভাবও পরে তাঁর সদ্যোজাত সন্তানের উপর পড়ে। তাই উচ্চ রক্তচাপের মতো ছোটোখাটো সমস্যাগুলিকেও বাড়তি গুরুত্ব দিতে বলছেন তাঁরা।