মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ টানা ৪৪ ঘন্টা অভিযান চালিয়ে ঢাকা আশুলিয়া থেকে গতকাল শুক্রবার চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ। উপজেলার মাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে গত বছরের জুলাই মাসে তার এ্যাপাচি আরটিআর ১৫০সিসি মোটরসাইকেল চুরি হয়েছিল। এঘটনায় তিনি নিজে বাদী হয়ে গত বছরের ২৩জুলাই শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছিলেন। গত বুধবার রাত থেকে অভিযান চালিয়ে শাজাহানপুর থানার পুলিশ ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ ও এসআই রুম্মান হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আশুলিয়া থানার হাজিরচর এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন।
শাজাহানপুর থানার এসআই রুম্মান হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর(তদন্ত)আবুল কালাম আজাদসহ গত বুধবার রাত থেকে অভিযান চালিয়ে মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।