মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতা পদক ২০১৮-তে ভূষিত হওয়ায় সংবর্ধিত হয়েছেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশনের প্রেসিডেণ্ট আলোকিত মানুষ অধ্যাপক ডা. এ কে আজাদ খান। গতকাল শনিবার হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়ার কনফারেন্স কক্ষে কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া এবং কলেজ গভর্নিং বডির পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়ার শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
হামদর্দ বাংলাদেশ’র চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো: ইউছুফ হারুণ ভূঁইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী গোলাম রহমান (সাবেক সচিব)। আলোচক ছিলেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের ওয়াকফ্ প্রশাসক মো: শহীদুল ইসলাম, হামদর্দ বিশ্বাবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো: আব্দুল মান্নান, রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হাবীব, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহা: জাওয়াদুল হক, ডা. মো. হেদায়েতুল ইসলাম, ডা. মোস্তফা আলম নান্নু, আনিসুল হক, লে: কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব:), হাকীম সাইফ উদ্দিন মুরাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ’র পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উম্মে হাবিবা তানিয়া, আব্দুর রহিম। ধন্যবাদ জ্ঞাপন করেন হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাকীম ডা. মো. ওসমান গণী। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাসে ভেষজ বৃক্ষের চারা রোপন করেন। এছাড়া হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়ার নবগঠিত পরিচালনা পর্যদের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আনোয়ার হাবিবের সভাপতিত্বে পরিচালনা পর্যদের প্রথম সভা কলেজ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কলেজের প্রতিষ্ঠাতা এবং হামদর্দ বাংলাদেশ এর চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া অংশ নেন। স্বাধীনতা পদকে ভূষিত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধনার জবাবে অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, সংবর্ধনায় বেশ কিছু সময় নষ্ট হলো এজন্য আমি দায়ী নই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাল ডাক্তার হওয়া যায় কিন্তু ভাল মানুষ হওয়া যায় না। তাই আজকের শিক্ষার্থীদেরকে ভাল মানুষ এবং ভাল ডাক্তার দু’টোই অর্জন করতে হবে। তাহলেই একটি সুখী ও সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠা হবে।