বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই’র সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম
মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত মামলার রহস্য উদ্ঘাটনের স্বীকৃতি সরূপ শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন।
শনিবার(২৮ এপ্রিল) জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা তাকে এই সম্মাননা প্রদান করেন। উল্লেখ্য, বগুড়ার শাজাহানপুরের বীরগ্রামে গত ১৮ মার্চ কৃষক ফরহাদ হোসেনের (২৫) গলাকাটা লাশ উদ্ধার হয়। ওই ঘটনায় মামলা দায়েরের মাত্র ১২দিনের মাথায় হত্যা রহস্য উদ্ঘাটনে সক্ষম হন তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম। মামলার আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।