মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ গত বুধবার বগুড়া শাজাহানপুর উপজেলার বনানী বাজার এলাকা থেকে লাল রংয়ের সুজুকি জিক্সার ১৫০সিসি মোটর সাইকেল(চেসিস নং-৮১৫৮৩৮৩, ইঞ্জিন নং-১৭০১০১) চুরি হয়েছে। এবিষয়ে মোটর সাইকেলের মালিক উপজেলার সাজাপুর এলাকার ইউনুস আলীর পুত্র রাজু হোসেন শাজাহানপুর থানায় সাধারণ ডাইরী করেছেন।