মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ বগুড়া শাজাহানপুর উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ কামরুজ্জামানকে বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুনকে বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ ও পৃথকভাবে উপজেলা যুবলীগের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল, বিদায়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, নবাগত নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন, শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহেরুল, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর আক্তার, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, ফিরোজ আলম, আতিকুর রহমান, আব্দুস সালাম উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ, সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন সান্নু, উপজেলা সাবেক ছাত্রলীগ সম্পাদক জুলকার নাইম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রন্জু প্রমুখ।