Logo




শাজাহানপুরে বাজারের টোল আদায় কেন্দ্র করে উত্তেজনা

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শুক্রবার, ১১ মে, ২০১৮

মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিরা বাজারে ব্যাক্তিমালিকানা জায়গার ওপর নির্মাণ ৮টি দোকান থেকে খাজনা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ নিয়ে মাঝিড়া বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
ব্যবসায়ী আব্দুস সোবহান অভিযোগ করে বলেন, তিনি পৈত্রিক সূত্রে পাওয়া সম্পতির ওপর দোকান ঘর নির্মাণ করে ব্যবসায় করছেন। হাট-বাজারের কয়েকজন ইজারাদার এসে তার কাছ থেকে খাজনা দাবি করে। ব্যক্তিমালিকানা জায়গা বলার পরও তার ওপর চড়াও হন তারা। তিনি খাজনা দিবে না বললেও তাকে বিভিন্ন হুমকি দেওয়াসহ টানাহেঁচড়া করা হয় এবং তার দোকানগুলোতে তালা লাগিয়ে দেয়া হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজনের চাপের মুখে তালা খুলে দিয়েছে তারা।
ঘটনাস্থল পরিদর্শনকারী শাজাহানপুর থানার এএসআই সঞ্জয় কুমার জানান, টোল আদায় নিয়ে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com