মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ সেবা প্রদানে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বগুড়া জেলার শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পেয়েছেন শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম। আজ রোববার বগুড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা বিপিএম তাকে এই সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বগুড়া সদর সার্কেল) সনাতন চক্রবর্তীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি মাদক বিরোধি অভিযানে শাজাহানপুর উপজেলার কুখ্যাত মাদক কারবারিসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে থানা পুলিশ। যারা এখনো গ্রেফতার হয়নি তারা গ্রেফতার আতংকে এলাকা থেকে পালিয়ে গেছে।