মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় নির্বাহী সদস্য ভিপি সাইফুল ইসলাম বলেছেন, অনির্বাচিত অবৈধ সরকারের দু:শাসনে দেশবাসি আজ অতিষ্ঠ। ভোট চুরি, খুন, গুম, লুটপাট, নির্যাতনে সাধারণ মানুষের জান-মালের কোন নিরাপত্তা নাই। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমেই বর্তমান অবৈধ সরকারের পতন ঘটানো হবে। দেশমাতা বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করে দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরে আনা হবে। দেশের মানুষের গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা হবে।
গত সোমবার বগুড়ার শাজাহানপুরের ফুলদীঘিতে হোটেল সিয়েস্টা’য় বগুড়া শহর শাখা ১৩নং ওয়ার্ড বিএনপির আয়োজিত ইফতার মাহলিফ পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল জোব্বার টুকু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম সাইদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রিয় নির্বাহী সদস্য শোক রানা, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বকুল, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউর করিম বাদশা, জেলা বিএনপির সহ-সভাপতি এড. আব্দুর রাফি পান্না, ড্যাব নেতা ডা. শাহ্ মো. শাহজাহান আলী, বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী হিরু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহ্ মো. মেহেদী হাসান হিমু, শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএপি নেতা আব্দুর রহিম, মোমিনুল হক, আব্দুল মোত্তালেব বাদল, রেজাউল বারী, ডা. আব্দুল হাকিম, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আব্দুল হামিদ, শহর যুবদলের সহ-সভাপতি সুরুজ্জামান সুরুজ, যুবদলনেতা বাপ্পি, হারুন প্রমুখ।