মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: বগুড়া শাজাহানপুর উপজেলায় আন্ত:জেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে তাদের ব্যবহৃত মিনি ট্রাক ও অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শহরকুটি গ্রামের আহাদ আলীর পুত্র আব্দুল মজিদ(৩৫) একই উপজেলার সিংজানী গ্রামের মৃত-নছির উদ্দিনের পুত্র সিরাজুল ইসলাম(৩৫) ও কামরুল্লাহ সরকার পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র আব্দুল খালেক(৫৫), নাটোর জেলার সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের ফজলু বিশ^াসের পুত্র রবিউল ইসলাম(৩৫), সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার জয়ন্তপুর মাঠপাড়া গ্রামের মৃত- মঞ্জিল মিয়া পুত্র আলম মিয়া(৩০) এবং পলাতকদের মধ্যে রয়েছেন বগুড়া শাজাহানপুর উপজেলার মাড়িয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত মোজাফ্ফর রহমানের পুত্র খায়রুল ইসলাম(৩৫)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
থানার এসআই রুম্মান হাসান জানান, রোববার দিনগত মধ্যেরাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে মোটা ২০হাত দৈর্ঘ্যর একটি লাইলনের রশি, ৯ ফুট দৈর্ঘ্যর তিনটি পাটের রশি, ২০ ইঞ্চি দৈর্ঘ্যর একটি করাত, ১টি লোহা কাটার কেচি যার দৈর্ঘ্য ২৩.৫ ইঞ্চি, ২২ ইঞ্চি দৈর্ঘ্যর একটি লোহার কেচি, ২টি হাসুয়া একটির দৈর্ঘ্য ২.৫ ফুট অপরটির দৈর্ঘ্য ২ ফুট এবং হাসুয়া ২টির বাটের দৈর্ঘ্য ৭.৫ ইঞ্চি ও তাদের ব্যবহৃত নীল রঙের মিনি ট্রাক(ড-১১-০২৮৬) উদ্ধার করা হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)জিয়া লতিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা সবাই আন্ত:জেলা ডাকাত চক্রের সদস্য। থানায় মামলা দায়ের হয়েছে । অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।