মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঈদের দিন বেলা ১১টার দিকে বগুড়া শাজাহানপুরের জাহাঙ্গীরাবাদ ফুলতলায় এলাকায় মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সিজান(২২)নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আরোহী উপজেলার কড়িয়াঞ্জুল গ্রামের বুলবুল হোসেনের পুত্র। এ ঘটনায় আরো ৭জন আহত হলেও এদের মধ্যে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন উপজেলার কৈগাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র আসিফ আহমেদ(১৬)নামে মোটর সাইকেল আরোহী।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বীপরিতগামী দ্রুত গতির দুটি মোটর সাইকলের মুখোমুখি সংঘর্ষে আরেকটি মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, চিকিসাধীন অবস্থায় একজন মারা গেছে। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।