মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: বগুড়া শাজাহানপুর উপজেলার বনানী ক্রীড়া চক্র(বিসিসি)’র অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ‘শিশির ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। গত শুক্রবার বনানীতে বনানী ক্রীড়া চক্রের সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটির কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত “শিশির ফাউন্ডেশন’র পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিসি’র সদস্য শাহ্ সাকিবুল ইসলাম শিশিরের অকাল মৃত্যুতে তার স্মৃতি ধরে রাখতে ‘শিশির ফাউন্ডেশন’ নামে দাতব্য প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছে। এ প্রতিষ্ঠানটির মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড প্রেশার মাপা, ডায়াবেটিস্ মাপা, ব্লাড গ্রুপিং, রক্তদান কর্মসূচিসহ সমাজের দারিদ্র মানুষদের সাহায্যে ও সহযোগিতা করা হবে।