মাসুম হোসেন, স্টাফ রিপোটার: আজ সোমবার দুপুরে বগুড়া শাজাহানপুরে পানিতে ডুবে আরাফাত নামে দুই বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশু উপজেলার সুজাবাদ এলাকার আরিফুর ইসলামের পুত্র।
নিহতের ফুফা আমিনুর রহমান জানান, শিশু আরাফাত তার নানীর বাড়ি উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়া গ্রামের বাড়ির পাশে এক ডোবায় পড়ে মারা গেছে। তার বাবা, মা-এর মধ্যে পারিবারিক দ্বন্দ ছিল। এবিষয়ে শাজাহানপুর থানায় অভিযোগ দিয়েছে শিশুর মা। একারণে পারিবারিক কলহের জেরে ৪দিন পূর্বে শিশু আরাফাতকে নিয়ে তার মা চাঁদনি বেগম বাবার বাড়িতে চলে গিয়েছিল। সেখানে এঘটনা ঘটেছে।
শাজাহানপুর থানার এসআই মাসুদ রানা জানান, শিশু আরাফাতের বাবা, মা-এর মধ্যে পারিবারিক দ্বন্দ ছিল এবং এবিষয়ে থানায় অভিযোগ রয়েছে।