মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: বগুড়া শাজাহানপুর থানা পুলিশের অভিযানে গত সোমবার দিবাগত রাতে গাইবান্ধার সদর উপজেলার মালিবাড়ি এলাকা থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটর সাইকেল গুলো হলো-বাজাজ সিটি (১০০সিসি), বাজাজ প্লাটিনা (১২৫ সিসি) ও হিরো স্পেলেন্ডার (১০০সিসি)।
শাজাহানপুর থানার পুলিশ ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ জানান, শাজাহানপুর উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর কবীর, এএসআই রেজওয়ান, মিজানুর রহমান, কনস্টেবল সুজয়সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোটর সাইকেল গুলো উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।