Logo




শাজাহানপুরে ইটবোঝাই ট্রাক ও যাত্রীবাহি থ্রি-হুইলারের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বুধবার, ২৭ জুন, ২০১৮

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শাজাহানপুরের বেতগাড়ি বাইপাসের সুজাবাদ দহপাড়া এলাকায় ইট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত থ্রি- হুইলারের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, থ্রি-হুইলার চালক গাবতলি উপজেলার বাবুপুকুর গ্রামের আব্দুর কাদেরের পুত্র সুলতান আহম্মেদ(৪২) ও যাত্রী শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের দড়িনন্দ গ্রামের ওমর উদ্দিনের পুত্র কমরউদ্দিন(৪০)। থ্রি-হুইলার চালক পরিবারসহ বগুড়া সদর উপজেলার হরিগাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
শাজাহানপুর থানার এসআই জাহাঙ্গীর কবীর জানান, ইটবোঝাই ট্রাক ও যাত্রীবাহি থ্রি-হুইলার মাদলা থেকে উপজেলার বনানীর দিকে আসছিল। ট্রাকটি থ্রি-হুইলারকে পিছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিএনজিচালক। ট্রাক ও থ্রি-হুইলার আটক করা হয়েছে। লাশ ২টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com