মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বি-ব্লক এলাকায় কোচ তল্লাসী করে ১০০(একশত) বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার প্রাণকৃষ্ণপুর চরারঘাট গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র রেজাউল করিম(৪৩) ও একই জেলার ফুলবাড়ি উপজেলার বারায় বলিহারপুর বোল্লাকালি মন্দির গ্রামের ধলু চন্দ্র রায়ের পুত্র শ্রী গোবিন্দ্র চন্দ্র রায়(১৮)।
শাজাহানপুর থানার এসআই রুম্মান হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামি নাবিল এন্টারপ্রাইজ কোচ তল্লাসি করে ফেন্সিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ শনিবার নিয়মিত মাদক মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।