Logo




শাজাহানপুর থানায় নারী-শিশু হেল্প ডেস্কের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : রবিবার, ৮ জুলাই, ২০১৮

মাদক ও জঙ্গী’র চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ডিআইজি এম. খুরশীদ হোসেন

মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশীদ হোসেন বিপিএম-বার বলেছেন, জঙ্গী ও মাদক দমনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তাঁর নির্দেশে দেশকে জঙ্গী ও মাদক মুক্ত করতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা দিনরাত পরিশ্রম করছেন। চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ ও জনতা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, রাষ্ট্র আমাকে কি দিয়েছে তার চেয়ে আমি রাষ্ট্রকে কি দিচ্ছি তা আগে ভাবতে হবে। আজ রোববার সকালে বগুড়ার শাজাহানপুর থানা ক্যাম্পাস পরিদর্শন কালে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। সকাল সাড়ে ১০টায় তিনি শাজাহানপুর থানায় স্থাপিত রিসিপশন, সার্ভিস ডেলিভারী এবং নারী-শিশু সহায়তা ডেস্ক এর উদ্বোধন করে তিনি আরও বলেন, নারী-শিশু সহায়তা ডেস্কে একজন নারী পুলিশ সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। ফলে নির্যাতিত নারীরা তাদের সমস্যার কথা গুলো অবলীলায় পুলিশকে জানাতে পারবেন। এতে পুলিশী সেবার মান বৃদ্ধি পাবে। এরপর তিনি পর্যায়ক্রমে প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার গ্রহন করেন, থানা ভবনের প্রধান ফটকের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে বকুল চারা রোপন করেন, থানা ক্যাম্পাসে সৌন্দর্য বর্ধন কাজের বিভিন্ন উপকরণ পানির ফোয়ারা, সুসজ্জিত লেক, ফুল ও সবজি বাগান, রঙ বে-রঙের বিভিন্ন প্রজাতির পাখির সেড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন সান্নু, শাজাহানপুর থানার এসআই রুম্মান হাসান প্রমুখ।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com