মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: বগুড়া শাজাহানপুর উপজেলার পারতেখুর দক্ষিণপাড়া গ্রামে সাপের কামড়ে নাজমা বেগম(৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
জানাগেছে, গতকাল সোমবার রাত ১০টার দিকে নিজ শয়ন ঘরে স্বামীর সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নাজমা বেগমের ডান পায়ে বিষধর সাপ কামড় দেয়। চিকিৎসার জন্য নাজমা বেগমের বাড়ির লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার এক সপ্তাহ আগে ৩০ জুলাই উপজেলার সাজাপুর পশ্চিম পাড়া গ্রামে সাপের কামড়ে এনামুল হক(২৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত উপজেলায় এক সপ্তাহের মধ্যে সাপের কামড়ে দুই জনের মৃত্যু হয়েছে।