ডেস্ক নিউজ: ঈদুল আজহা উপলক্ষে নগরবাসী নাড়ির টানে গ্রামে ফিরবেন, স্বজনদের সঙ্গে ভাগ করে নেবেন ঈদের আনন্দ। এ জন্য বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পেতে মঙ্গলবার রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে লাইনে দাঁড়িয়েছেন অসংখ্য টিকিট প্রত্যাশী। ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের। অবশেষে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত অনেকেই। ঈদের আগাম টিকিট বিক্রি চলবে ১২ আগস্ট পর্যন্ত।