মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: আজ বুধবার বিকেলে বগুড়ার শাজাহানপুরের বনানীতে উপজেলাধীন শহরের বর্ধিত ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনাসভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোর্শেদুল আলম হিরুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হাসান ববি। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন নান্নুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সদস্য সাজেদুল ইসলাম মিলন, মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, সাবেক ছাত্রলীগনেতা নুরনবী সরকার, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীয়া সম্পাদক রমজান আলী, সদস্য বাবু মিয়া প্রমুখ।